• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিকের তিন বিদ্যালয়ের নাম পরিবর্তন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০২০, ১১:১৭ এএম
প্রাথমিকের তিন বিদ্যালয়ের নাম পরিবর্তন

নীলফামারী : নীলফামারী সদর উপজেলার ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ হয়েছে ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওই বিদ্যালয়ের নাম নিয়ে স্থানীয়দের মধ্যে নানান ধরনের আলোচনা সমালোচনা ছিল। স্থানীয় প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয় বিষয়টি অবহিত হওয়ার পর নাম পরিবর্তন করে দেওয়া হয়।

এর আগে গত ১৯ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনহঞ্জ উপজেলার ‘ছেছড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর নাম বদলে ‘শহীদ স্মৃতি সরকারি প্রা্রথমিক বিদ্যালয়’ করে দিয়েছে মন্ত্রণালয়।

গত ২ ফেব্রুয়ারি হবিগঞ্জের সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে যাদবপুর ওয়াদ উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়।

এছাড়া গত ৮ জানুয়ারি চাঁদপুরের সদর উপজেলার মধ্য আশিকাটি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দক্ষিণ আশিকাটি শহীদ মোহাম্মদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করে আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!