• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর


সোনালীনিউজ ডেস্ক মে ১২, ২০১৯, ১২:৪৬ পিএম
প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮’ আগামী ২৪ মে থেকে শুরু হতে যাচ্ছে। চারটি ধাপে সরাদেশে এ পরীক্ষা আয়োজন করা হবে। আগামী ২৪ ও ৩১ মে এবং ১৪ ও ২১ জুন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ জেনে নিন সাধারণ জ্ঞান ও গণিতের গুরুত্বপূর্ণ কিছু  প্রশ্নোত্তর-

সাধারণ জ্ঞানের প্রস্তুতি–

১. আইয়ুব খানের সামরিক শাসন জারি হয়– 
উত্তর: ১৯৫৮ সালের ৭ অক্টোবর।

২. আইয়ুব খান ক্ষমতা দখল করেন– 
উত্তর: ১৯৫৮ সালের ২৭ অক্টোবর।

৩. অসহযোগ আন্দোলনের ডাক দেন– 
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৪. আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয়–
উত্তর: ১৯৬১ সালে।

৫. ছাত্র সমাজ ১৫ দফা কর্মসূচি ঘোষণা করে–
উত্তর: ১৯৬২ সালে।

৬. ভারত-পাকিস্তান যুদ্ধ হয়– 
উত্তর: ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর।

৭. ভারত-পাকিস্তান যুদ্ধ চলে–
উত্তর: ১৭ দিন।

৮. বাঙালি জাতির মুক্তির সনদ–
উত্তর: ৬ দফা দাবি।

৯. ৬ দফা দাবি উত্থাপন করেন–
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১০. ৬ দফা দাবি উত্থাপন করা হয়–
উত্তর: ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি।

১১. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল–
উত্তর: ৩৫ জন।

১২. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয়–
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

১৩. আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয়–
উত্তর: ১৯৬৮ সালের ১৯ জুন।

১৪. ঊনসত্তরের গণঅভ্যুত্থান হয়– 
উত্তর: ১৯৬৯ সালে।

১৫. গণঅভ্যুত্থানে শহীদ হন–
উত্তর: আসাদ এবং ডা. শামসুজ্জোহা।

১৬. আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়–
উত্তর: ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।

১৭. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়– 
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

১৮. আইয়ুব খান পদত্যাগ করেন–
উত্তর: ১৯৬৯ সালের ২৫ মার্চ।

১৯. কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়–
উত্তর: ১৯৭০ সালের ৭ ডিসেম্বর।

২০. নির্বাচনে মোট ভোটার ছিল– 
উত্তর: ৫ কোটি ৬৪ লাখ।

২১. কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে– 
উত্তর: ১৬৭টি (১৬৯ এর মধ্যে)।

২২. প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়–
উত্তর: ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর।

২৩. প্রাদেশিক পরিষদ নির্বাচনে আ.লীগ আসন পায়–
উত্তর: ২৮৮টি (৩০০ এর মধ্যে)।

২৪. পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন–
উত্তর: আগা খান।

২৫. অধিবেশন স্থগিত করা হয়–
উত্তর: ১৯৭১ সালের ১ মার্চ।


গণিত বিষয়ে দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর-

১. ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল-
উত্তর: ৩৬।

২. এক নটিক্যাল মাইল সমান-
উত্তর: ১৮৫৩.১৮ মিটার।

৩. দুইটি সংখ্যার ল.সা.গু a এবং গ.সা.গু b। একটি সংখ্যা c হলে অপর সংখ্যাটি-
উত্তর: ab/c.

৪. একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকা বিক্রি করলে লাভ-
উত্তর: ২০%।

৫. ১০০ টাকা ৫ বছরের সুদে-আসলে ২০০ টাকা হলে, সুদের হার-
উত্তর: ২০%।

৬. নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট?
উত্তর: ৩/৫।

৭. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ওই কাজটি ১ দিনে করতে লোক লাগবে-
উত্তর: ৩০০ জন।

৮. ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত-
উত্তর: ৭:২।

৯. একটি সংখ্যার ৫ গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং ৬ বিয়োগ করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি-
উত্তর: ২ অথবা ৩।

১০. প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড়-
উত্তর: ৫.৫০।

১১. a:b=4:5 এবং b:c=6:7 এবং a:b:c=
উত্তর: 24:30:35।

১২. log2√520 এর মান-
উত্তর: 2.

১৩. (a-b)/ab+(b-c)/bc+(c-a)/ca এর মান-
উত্তর: 0.

১৪. 8(2x+3)=2(3x+6) হলে x এর মান-
উত্তর: -1.

১৫. x+1/x=3 হলে (x4-1)/x2 এর মান-
উত্তর: 7.

১৬. a=2b=3c, abc=36 হলে c এর মান-
উত্তর: 2.

১৭. 3x2+2x2-21x-20 এর একটি উৎপাদক-
উত্তর: x+1.

১৮. x+y=3, x-y=1 হলে, 4xy- এর মান-
উত্তর: 8.

১৯. সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয়-
উত্তর: 55°, 35°.

২০. একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:3:5। এর বৃহত্তম কোণটি-
উত্তর: 90°.

২১. ABCD সামান্তরিকের AB=12 সে.মি. এবং D বিন্দু থেকে AB এর লম্বের দূরত্ব 6 সে.মি.। সামান্তরিকটির ক্ষেত্রফল-
উত্তর: 72 বর্গ সে.মি.

২২. সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল-
উত্তর: 3√3 বর্গ একক।

২৩. বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে-
উত্তর: 9.

২৪. ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল-
উত্তর: 360°.

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!