• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাথমিকের প্রশ্নফাঁস চক্রের ৩৬ সদস্য আটক


জেলা প্রতিনিধি মে ২৪, ২০১৯, ১০:০৫ এএম
প্রাথমিকের প্রশ্নফাঁস চক্রের ৩৬ সদস্য আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার ( ২৪ মে ) সকাল ৮টার দিকে কলারোয়া থানার সামনে থেকে তাদের আটক করে র‌্যাব ৬-এর একটি দল। আটককৃতদের মধ্যে শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আটকের পর তাদের সবাইকে খুলনায় নিয়ে গেছে র‌্যাব। সেখানে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‌্যাব।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা শুক্রবার (২৪ মে ) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে পৌর এলাকায় এসব পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার ৩০ মিনিট আগে প্রতিটি কেন্দ্রে প্রশ্ন পৌঁছে দেয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!