• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
করোনা ভাইরাস

প্রাদুর্ভাব ঘরে থেকে প্রার্থনা করুন : সাব্বির


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৮, ২০২০, ০১:২৩ এএম
প্রাদুর্ভাব ঘরে থেকে প্রার্থনা করুন : সাব্বির

ঢাকা : চলমান মাহামারী করোনা ভাইরাসে কাঁপছে সারা বিশ্ব। প্রাণঘাতী করোনায় কেড়ে নিয়েছে ৬৭ হাজারের বেশি মানুষের প্রাণ। এই ভয়ংকর ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এখন পুরো দেশে চলছে লকডাউন।

দেশের এই কঠিন সময়ে অনেক মানুষ কোনো নিয়মকানুন মানছেন না। যে কারণে সেইসব মানুষদের পাশাপাশি তাদের আশেপাশের লোকজনও বিপদগ্রস্ত হচ্ছে। সেইসব কাণ্ডজ্ঞানহীন মানুষদের উদ্দেশ্যে এবার বার্তা দিলেন তারকা ক্রিকেটার সাব্বির রহমান।

ফেসবুকে এক ভিডিও বার্তায় সাব্বির বলেন, 'আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও এখন ভালো থাকার সময় নয়। তরপরও একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা প্লিজ বাসায় থাকুন, দয়া করে বাসা থেকে বের হবেন না। সরকারের নির্দেশনা মেনে চলুন।'

এই হার্ডহিটার ব্যাটসম্যান আরও বলেন 'প্লিজ লকডাউন মেনে চলুন। কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। সেই সঙ্গে গোটা দেশ সুস্থ থাকবে। আশা করি, ইনশাল্লাহ বাসায় থাকার চেষ্টা করবেন। যার যার ধর্ম পালন করার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং সবাই দোয়া করবেন, যেন সবাই ভালো থাকে। এবং ভালো দিন আসবে ইনশাল্লাহ।'

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!