• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লিগ খেলতে চান সাকিব, বিসিবির না


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৮, ২০১৯, ০৯:১৯ পিএম
প্রিমিয়ার লিগ খেলতে চান সাকিব, বিসিবির না

ছবি: সংগৃহীত

ঢাকা: গত বছর ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাওয়া আঙ্গুলের চোট বড্ড ভোগাচ্ছে সাকিব আল হাসান। চলতি বছর বিপিএলের ফাইনালে নতুন করে জেগে উঠেছে সেই পুরনো চোট। যে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এরইমধ্যে খানিকটা সুস্থ অনুভব করছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

যে কারণে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছা পোষণ করেছেন সাকিব। তবে সাকিবের ইচ্ছেতে সায় দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটির সভাপতি নাজমুল হাসান বলেন, ‘সাকিব খেলতে চায়। আমাকেও বলেছে। ২০ তারিখে ওকে ডাক্তাররা দেখবে। এরপর জানা যাবে। এটা পুরোটাই ডাক্তারেদর উপর নির্ভর করছে।’

তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, ওর প্রিমিয়ার লিগ খেলার কোনো সুযোগই দেখি না, এক্কেবারে না। ওদের তো লিস্টেই নাম ছিলো না। খেলতে চাইলেই তো হবে না। ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু এতো সহজ জিনিস না যে, ইচ্ছে হলেই খেলবো!’

সাকিব প্রিমিয়ার লিগ খেলবে না জানিয়ে দেয়ার কারণে, লিগের আগে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটেও নাম ছিল না তার। বিসিবি সভাপতি সরাসরি জানিয়ে দিলেন, প্লেয়ার ড্রাফটেই তো সাকিবের নাম ছিল না। সে খেলবে কিভাবে?

তবে ডিপিএল  না খেললেও আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার জন্য সাকিবকে ইতিমধ্যে অনাপত্তিপত্র দিয়েছে  বিসিবি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!