• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে রিট


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০১৯, ০৭:৪০ পিএম
প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে রিট

ঢাকা : বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন একজন আইনজীবী।

এতে স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ৬৭ জনকে বিবাদী করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে বলেও তিনি জানান।

ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, দেশের সর্বত্র যেখানে সেখানে অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি হচ্ছে। নিয়ম না জেনে এসব ওষুধ খেয়ে দিন দিন মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।

অ্যান্টিবায়োটিক ওষুধকে ‘স্লো পয়জন’ দাবি করে এ আইনজীবী বলেন, যত্রতত্র অ্যান্টিবায়োটিক বিক্রি হলে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে। এর থেকে পরিত্রাণ পেতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!