• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রয়োজনটা খুব বেশি হলে যৌনপল্লীতে যান, তবুও...


সোনালীনিউজ ডেস্ক জুলাই ৮, ২০১৯, ০৪:৩৬ পিএম
প্রয়োজনটা খুব বেশি হলে যৌনপল্লীতে যান, তবুও...

ঢাকা: ধর্ষণ যেন দেশব্যাপী মাহামারি আকারে ধারন করেছে। সংবাদপত্রের পাতা খুললেই প্রথমেই চোখে পড়ে ধর্ষণের খবর। টিভিতে অনলাইনে সব মাধ্যমেরই প্রধান খবর এখন ধর্ষণ। কোথাও শিশু ধর্ষণ আবার কোথাও শতবর্ষ বৃদ্ধা, কেউ বাদ যাচ্ছে না।  

রাজধানীর ওয়ারিতে শিশু সায়মাকে (৭) ধর্ষণের পর গলায় রশি পেঁচিয়ে হত্যাকাণ্ডের ঘটনা সবাইকে নাড়া দিয়েছে। দেশবাসী হতবাক! সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছেন সায়মার বাবা। তিনি বলেছেন, যাদের মেয়ে বাচ্চা আছে, তারা আগলে রাখবেন। এক মুহূর্তের জন্য আড়াল হতে দেবেন না। এসব নরপিশাচের হাত থেকে খেয়াল রাখবেন।

শুধু শিশু সায়মা নয়, সম্প্রতি বেশ কিছু ধর্ষণ ও হত্যাকাণ্ডের খবর শিউরে উঠেছে দেশবাসী। নয় মাসের শিশুকেও ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণ বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী প্রচারণা। হ্যাশট্যাগ দিয়ে ধর্ষণ বন্ধের আহ্বান জানিয়ে ফেসবুকে ওয়াল ভরে গেছে একটি বাক্যে। সেটি হলো: 'প্রয়োজনটা খুব বেশি হলে যৌনপল্লীতে যান। তবু বাচ্চাগুলোকে মাফ করেন।'

ফেসবুকে অনেকে এটি লিখে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন। পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!