• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফখরুলের গাড়িবহরে হামলায় ইসি বিব্রত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৮, ১১:৪৪ এএম
ফখরুলের গাড়িবহরে হামলায় ইসি বিব্রত

ঢাকা: ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা অনাকাঙ্খিত উল্লেখ করে এ ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত বলে মন্তব্য করেছেন সিইসি কে এম নূরুল হুদা।

বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আমরা আনন্দের সঙ্গে বলেছিলাম দেশে নির্বাচনের হাওয়া বইছে। দেশে নির্বাচনের পরিবেশ অত্যান্ত সুন্দর রয়েছে। কিন্তু গতকাল দুটো অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। নোয়াখালীতে যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে। আর ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনা অনাকাঙ্খিত। এ ঘটনায় নির্বাচন কমিশন অত্যান্ত বিব্রত।

তিনি আরো বলেন, এটা কারো কাম্য হতে পারে না। প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচন কমিশন চাই না কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটুক।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!