• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফজলে মাহমুদের ডাবল সেঞ্চুরির আক্ষেপ, নাঈমের সেঞ্চুরি


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ৪, ২০১৮, ০৯:৪৬ পিএম
ফজলে মাহমুদের ডাবল সেঞ্চুরির আক্ষেপ, নাঈমের সেঞ্চুরি

ঢাকা: ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে পারফর্ম করে চলেছেন ফজলে মাহমুদ রাব্বি। কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়ছে না। তাঁর সমসাময়িক অনেকে জাতীয় দলে থিতু হয়েছেন। ফজলে মাহমুদ পারছেন না। বগুড়ায় বরিশাল-রংপুর ড্র হওয়া ম্যাচে ৫ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি।

তৃতীয় দিনের ৫ উইকেটে ৩৮৫ রান নিয়ে চতুর্থ দিনে ফের ব্যাটিং শুরু করে বরিশাল। ১৩০ রানে অপরাজিত থাকা ফজলে মাহমুদ আউট হয়েছেন ১৯৫ রানে মাহমুদুল হাসানের বলে। নিজের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৪২৫ বলে ১৮ চার আর তিন ছক্কায়। আগের দিনই ওয়ানডে মেজাজে খেলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সোহাগ গাজী। ১৫৪ বলে ১৫ চার আর দুই ছক্কায় ১২৮ রান করেন। বরিশাল প্রথম ইনিংসে অলআউট হয় ৪৫৮ রানে।

রংপুর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৬৪ রান তুলেছে। আর এতেই ম্যাচটি ড্র হয়ে যায়। তবে আগের ইনিংসে ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও নাঈম ইসলাম দ্বিতীয় ইনিংসে ঠিক ১০০ রান তুলে অপরাজিত থাকেন। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ২৪ তম সেঞ্চুরি। ১৬২ বলে ১০টি চার আর এক ছয়ের সাহায্যে ১০০ রান করেন নাঈম। তাঁর সঙ্গী মাহমুদুল অপরাজিত ছিলেন ৫৩ রানে।

প্রথম ইনিংসে রংপুর ৫০২ রানে অলআউট হয়। ম্যাচ সেরা হয়েছেন ডাবল সেঞ্চুরিয়ান আরিফুল হক।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!