• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফাইনাল পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক মে ১৭, ২০১৯, ০৭:০৮ পিএম
ফাইনাল পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ

ঢাকা: ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ফাইনালে বৃষ্টির বাধা। তার আগে ক্যারিবীয়দের ব্যাটিং দাপট। আরও একবার কি ফাইনালে এসে না পাওয়ার বেদনায় পুড়তে হবে বাংলাদেশকে? এখনও হাতে যথেষ্ট সময় আছে।

কিন্তু যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়? তবে কি হবে? দুই দলই কি যুগ্ম চ্যাম্পিয়ন হবে? নাকি হবে অন্য হিসেব?

বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, এই ম্যাচ পরিত্যক্ত হলে লাভবান হবে বাংলাদেশই। কপাল পুড়বে ওয়েস্ট ইন্ডিজের।

তখন হিসেবে চলে আসবে গ্রুপপর্বের পারফরম্যান্স। যেখানে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। গ্রুপপর্বে ৩ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে শেষ করেছে টাইগাররা।

যেখানে ২ জয়ে বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের। এমনকি বাংলাদেশের সঙ্গে মুখোমুখি দুইবারের দেখায় দুটিতেই হেরেছে ক্যারিবীয়রা।

তাই বৃষ্টির কারণে আজ ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশই।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!