• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফাইনালে ইংল্যান্ড ৫ রানই পেত, ভুল স্বীকার করলেন সেই আম্পায়ার


ক্রীড়া ডেস্ক জুলাই ২১, ২০১৯, ০৬:১৩ পিএম
ফাইনালে ইংল্যান্ড ৫ রানই পেত, ভুল স্বীকার করলেন সেই আম্পায়ার

ঢাকা : এক ভুল নিয়ে তুমুল আলোচনা বিশ্বজুড়ে। সেই ভুলের কথা বিশ্বকাপ ফাইনালের এতদিন পরে এসে স্বীকার করলেন সেই আম্পায়ার কুমার ধর্মসেনা। ১৪ জুলাইয়ের সেই ফাইনালে মার্টিন গাপটিলের নিখুঁত থ্রো স্ট্যাম্পের দিকে যাচ্ছিল। একদম শেষ মুহূর্তে বলের সামনে পড়ল ঝাঁপিয়ে পড়া বেন স্টোকসের বাড়িয়ে ধরা ব্যাট। নতুন করে পাওয়া ব্যাটের ছোঁয়া নিয়ে বল ছুটল বাউন্ডারিতে। বাড়তি চার রান পেল ইংল্যান্ড।

সে সুবাদেই ম্যাচটা সুপার ওভারে গড়িয়েছে, আর সেখানেও বাউন্ডারির হিসাবে বিশ্বকাপ হাতছাড়া হয়েছে নিউজিল্যান্ডের। চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। এই দুঃখ নিশ্চয় সারাজীবন তাড়িয়ে বেড়াবে উইলিয়ামসন ও তার দলকে।

বিশ্বকাপের পর ইংল্যান্ডের ৬ রান পাওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। প্রথমে ভুলটা ধরিয়ে দেন অস্ট্রেলিয়ার আম্পায়ার সাইমন টোফেল। তারপর থেকেই শুরু হয় বিতর্ক। টোফেল বলেছেন, ওভার থ্রোর ফলে ইংল্যান্ড সেদিন ৬ রান পেয়েছে কিন্তু আইনানুযায়ী ৫ রান পাওয়া উচিত ছিল তাদের। মাঠে সে সিদ্ধান্ত নিয়েছেন যিনি, সেই কুমার ধর্মসেনাও স্বীকার করেছেন, ভুল হয়েছিল তাঁর।

নিয়মানুযায়ী বল যখন মারা হয়, সে মুহূর্ত থেকে ওভার থ্রোর রান হিসেব করা হয়। যেহেতু গাপটিলের থ্রো করার মুহূর্তেও দুই ব্যাটসম্যান একে অপরকে ক্রস করেননি, ফলে ইংল্যান্ডের রান তখনো ১ ছিল। ফলে ওভার থ্রোয়ে আসা ৪ রানে ওই সময় ইংল্যান্ডের সংগ্রহে ৫ যোগ হওয়ার কথা। কিন্তু মাঠে থাকা ধর্মসেনা সেদিক বিবেচনা না করেই ৬ রান দিয়েছেন ইংল্যান্ডকে।

সানডে টাইমসের সঙ্গে সে মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে নিজের ভুল স্বীকার করেছেন ধর্মসেনা, ‘আমি যখন টিভিতে রিপ্লে দেখি তখন নিজেই বুঝতে পারি আমার বিচারে ভুল ছিল। কিন্তু মাঠে আমাদের কাছে টিভি দেখার সুযোগ ছিল না। যে সিদ্ধান্ত নিয়েছি সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই।’

ধর্মসেনার দাবি সিদ্ধান্ত তিনি একা নেননি। মাঠের আম্পায়ারদের সাথে আলোচনা করেই নিয়েছেন,‘ আমি লেগ আম্পায়ারের (ইরাসমাস) সঙ্গে যোগাযোগ করেছি, যেটা অন্য দুই আম্পায়ার ও ম্যাচ রেফারিও শুনেছেন। যদিও তারাও টিভি রিপ্লে দেখতে পারছিল না, তারা সবাই বলেছিল ব্যাটসম্যানরা দ্বিতীয় রান নিয়েছে। এরপরই আমি সে সিদ্ধান্ত নিয়েছি।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!