• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফান্স ফুটবল খেলেনি, কেন এ কথা বললেন লভরেন


ক্রীড়া ডেস্ক জুলাই ১৬, ২০১৮, ০৯:২৬ পিএম
ফান্স ফুটবল খেলেনি, কেন এ কথা বললেন লভরেন

ঢাকা: বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের সমর্থন কোন দিকে ছিল? এ প্রশ্নের উত্তর, অধিকাংশই ছিল ক্রোয়েশিয়ার দিকে। নতুন দল হিসেবে ক্রোটরা বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখুক এমনটাই চাইছিল সবাই। কিন্তু ক্রোয়েশিয়ার স্বপ্ন খান খান করে দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি জিতে নেয় ফ্রান্স।  

এটাও ঠিক যে, ক্রোয়েশিয়া ফ্রান্সের চেয়ে অনেক ভালো ফুটবল খেলেছে। ফ্রান্স পরিকল্পনা করে ফুটবল খেলেছে, কিন্তু ক্রোয়েশিয়াই অপেক্ষাকৃত ভালো দল, বিশ্বকাপ ফাইনাল শেষে এমনটাই জানিয়েছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ডেজন লভরেন। সেই সঙ্গে ফ্রান্সের পরিকল্পনা মাফিক ফুটবলকে একহাত নিয়েছেন তিনি।

প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠলেও ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে যাওয়ায় আর ইতিহাস গড়া হয়নি ক্রোয়েশিয়ার। স্বাভাবিকভাবেই হতাশা গ্রাস করেছে ক্রোট ফুটবলাদের।
ফাইনালের পর লভরেন বলেছেন, ‘ফাইনালে আমরা ওদের (ফ্রান্সের) চেয়ে অনেক অনেক বেশি ভালো ফুটবল খেলেছি। তাই ম্যাচটা হেরে সত্যিই খুব হতাশ লাগছে।’

এরপর তিনি যোগ করেন, ‘ফ্রান্স হয়তো ফেভারিট ছিল এই বিশ্বকাপে আর তারা জিতেছে। কিন্তু আমরা অনেক সুন্দর ফুটবল খেলেছি। ফ্রান্স আসলে অনেক পরিকল্পনা করে খেলেছে। ওরা ফুটবল খেলেনি। গোলের সুযোগের অপেক্ষায় ছিল আর সুযোগ পেয়ে গোল করেছে! এটাই ফ্রান্সের পরিকল্পনা ছিল। আর আমি এই পরিকল্পনাকে শ্রদ্ধাও করি। তবে আমরা দ্বিতীয় হলেও অনেক ভালো খেলেছি।’

পাশাপাশি লভরেন জানান, ‘ফাইনাল হারা নিয়ে এখন আর কথা বলার মত অবস্থা নেই। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে হয়তো অনেকটা ঠিক হয়ে যাবে। তবে এখন আমি খুবই হতাশ। তবে সবার ওপরে একটা কথা বলতে চাই, এই ক্রোয়েশিয়া দলের সদস্য হতে পেরে আমি খুবই গর্বিত।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!