• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফারিয়ার ছড়ানো গুজবের অডিও র‌্যাবের হাতে


আদালত প্রতিবেদক আগস্ট ১৮, ২০১৮, ০৬:৩৮ পিএম
ফারিয়ার ছড়ানো গুজবের অডিও র‌্যাবের হাতে

ঢাকা : ধানমন্ডি থেকে আটক ব্যবসায়ী ফারিয়া মাহজাবিন গুজব ছড়ানোর উদ্দেশ্যে পূর্বে ধারণকৃত অডিও প্রচার করেছেন বলে দাবি করেছে র‌্যাব। সেই অডিও ক্লিপটি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের শুনিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

শনিবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় র‌্যাবের ডিজি বলেন, মাহজাবিন পূর্বে ধারণ করা একটি বিবৃতি অডিও ফাইল আকারে তৈরি করেছেন এবং সেটি ইন্টারনেটের মাধ্যমে প্রচার করেছেন।

একজন কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট হিসেবে সেটি প্রচার করতে হয়। ফেসবুকের সহায়তায় উদ্দেশ্যমূলকভাবে তিনি এটি প্রচার করেছেন। র‌্যাবের ডিজি প্রশ্ন রেখে বলেন, এসব কী? এসব দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ায় অংশ।

এ সময় ফারিয়ার ছড়ানো সেই অডিও রেকর্ড সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন বেনজির।

ওই রেকর্ডে একজনের নাম উল্লেখ করে মাহজাবিন বলেন, ‘আমাকে বল দিয়ে বলছে, ম্যাম এসেন না। ওরা নিজেদের সামনে তিনটা লাশ দেখছে। কিছুক্ষণ পরে একটা ছেলে আসছে। ওর রাবার বুলেট লাগছে। সে আমার ক্যাফেতে এসে সেন্সলেস হয়ে গেছে। পরে আমাকে নিজে বলতেছে, ম্যাডাম জানেন, ওই ছেলের কাছ থেকে শুনছি একজনকে চাকু দিয়ে মেরে ফেলছে, গুলি করছে। রাস্তার ওপরে একটা মেয়েকে রেপ করছে।’

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘ওনি বলেছেন কি, একজনের গলা দা দিয়ে কেটে ফেলা হয়েছে এবং পাবলিকলি হাজার হাজার মানুষের মধ্যে একটা মেয়েকে রেপ করা হয়েছে। আর তিনটা লাশ দেখেছে। তা এগুলো কোথায়?’

‘এগুলো করা হয়েছে সিম্পলি আমাদের দেশটাকে ধ্বংসের মুখোমুখি নিয়ে যাওয়ার জন্য এবং ডেলিবারেটলি।’

‘মেয়েটা কিন্তু কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট। সে কিন্তু জানে এটাকে কীভাবে ব্যবহার করতে হয়। এ জন্য ফেসবুক ব্যবহার না করে ওনি রেকর্ড করেছেন, এবং ভয়েজ স্টেটমেন্ট হিসেবে এটাকে ওনি সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রিবিউট করেছেন।’

‘আমরা এই সমস্ত লোকদেরকে খুঁজছি। ওনাকে নিয়ে আসছি যথন, ওনাকে ইন্টারোগেট করা হয়েছে। ওনি যাদের কথা বলেছেন, তাদেরকে আমরা নিয়ে আসব।’

র‌্যাব প্রধান বলেন, ‘শুধু গুজব সৃষ্টিকারী নয়, পেছন থেকে যারা ইন্ধন দিচ্ছেন আইনের আওতায় আনা হবে তাদেরও।’

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে ধানমন্ডির নার্ডি বিন কফি শপের মালিক মাহজাবিন ফারিয়াকে (২৮) আটক করে র‌্যাব। তার বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!