• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিটনেস ভালো নয় জাতীয় দলের ক্রিকেটারদের!


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৯, ২০১৯, ০৭:৫৬ পিএম
ফিটনেস ভালো নয় জাতীয় দলের ক্রিকেটারদের!

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের কণ্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ব্লিপ টেস্ট শেষে বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। 

বাংলাদেশ দলের সবশেষ কণ্ডিশনিং ক্যাম্প হয়েছিল গত বছরের অক্টোবরে, ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের আগে। মাঝে টানা ক্রিকেটের ধকল গেছে। প্রায় আট মাস পর আবার শুরু হলো কণ্ডিশনিং ক্যাম্প। তবে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে খুশি হতে পারেননি ভিল্লাভারায়েন, ‘আট মাস পর ওদের ফিটনেস টেস্ট হলো। গত অক্টোবর থেকে অবিরত ক্রিকেট খেলছি আমরা। খেলোয়াড় ও আমাকে বুঝতে হচ্ছে ফিটনেসের কী অবস্থা। পরের মাস থেকে এ নিয়ে আরও কাজ করতে হবে। যদি বলেন সন্তুষ্ট, তবে খুশি নই। আরও উন্নতি করতে হবে তাদের। আবারও এও বুঝতে হবে গত আট মাসে আমাদের কোনো ফিটনেস ক্যাম্প ছিল না। তবে তারা খুব যে খারাপ অবস্থায় আছে তা নয়।’

সোমবার ফিটনেস পরীক্ষায় সবচেয়ে ভালো করেছেন দীর্ঘ সময় পরে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া জহুরুল ইসলাম। ব্লিপ টেস্টে পেয়েছেন সর্বোচ্চ ১২.৩। পেসার আবু জায়েদও ১২.৩ পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১২.২ পেয়েছেন ফরহাদ রেজা। ফরহাদ সবশেষ আন্তর্জাতিক খেলেছেন সাড়ে পাঁচ বছর আগে। লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা দুজন ক্রিকেটারের ফিটনেসে ভালো করলেও বাংলাদেশ দলের নিয়মিত ক্রিকেটাররা খুব একটা ভালো করতে পারেননি। সবারই নম্বর গড়ে ১০-১১।

কে খারাপ করেছে আর কে ভালো করেছে-ভিল্লাভারায়েন বিষয়টি এভাবে দেখতে চান না। তিনি বলেন, ‘রানিং, স্কিল, স্ট্রেংথ ফিটনেসে কে কোথায় আছে সেটা জানতে হবে। যেখানে যেখানে কাজ করা দরকার সেখানে সেখানে কাজ করতে হবে। কিছু খেলোয়াড়ের ফিটনেস নিয়ে আরও কাজ করার দরকার, আবার যারা ভালো অবস্থায় আছে তাদের আরও উন্নতি করতে হবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!