• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিরতি খেলায়ও হারল বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক জুন ৭, ২০১৬, ০৯:৪০ পিএম
ফিরতি খেলায়ও হারল বাংলাদেশ

প্রথম লেগের মতো এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফের ফিরতি লেগের ম্যাচেও তাজিকিস্তানের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ। তবে এবার ব্যবধানটা অনেক ছোট। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাজিকিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে মামুনুল বাহিনী।

তাজিকদের মাঠে প্রথম লেগে ৫-০ ও দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ১-০ সহ ৬-০ অ্যাগ্রিগেটে হেরে এশিয়ান কাপে নিজেদের খেলা কঠিন করে তুললো লাল-সবুজের দল। এশিয়ান কাপের বাছাইপর্বে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভুটানের বিপক্ষে দু’টি ম্যাচ পাবে বাংলাদেশ। যেখানে হেরে গেলে আগামী তিন বছর ফুটবলের কোন আন্তর্জাতিক আসরেই খেলতে পারবে না লাল-সবুজরা।

খেলার শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে তাজিকিস্তান। সফরকারীদের সেই চাপ ভেঙ্গে আক্রমণ করতে থাকে স্বাগতিকরাও। তবে স্বাগতিকদের এই প্রচেষ্টা ব্যর্থ হয় প্রথমার্ধের ৮ মিনিটেই। কেননা রায়হানের ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকে তাজিক ডিফেন্ডার নাজারভ আকতাম বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে সম্পুর্ণ পরাস্ত করে দলকে ১-তে লিড পাইয়ে দেন।

তবে গোল পরিশোধের সুযোগ পেয়েছিল বাংলাদেশও। কাউন্টার আক্রমণে গিয়ে ১৯ মিনিটে নাবিব নেওয়াজ জীবন তাজিক ডি-বক্সের বাইরে থেকে গোলবারে জোড়ালো শট নিয়েছিলেন। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক মাহকামোভ আব্দুয়াজিজ। 

৪২ মিনিটে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের সোহেল রানা। ডি-বক্স লাইনের একেবারে উপর থেকে পাওয়া বলটি শট নিয়েছিলেন জালে কিন্তু শটটি এতই দুর্বল ছিল যে গোল হবার জন্য যথেষ্ট নয়।

প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় দুই দল। বিরতির পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যতটা আক্রমনাত্মক খেলেছে ঠিখ ততটাই রক্ষলাত্মক খেলেছে তাজিকিস্তান। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী তাজিকিস্তান।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!