• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফুটবলের জাতীয় দল গড়তে অর্ডের মিশন শুরু


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ১২:১৮ পিএম
ফুটবলের জাতীয় দল গড়তে অর্ডের মিশন শুরু

ফাইল ছবি

ঢাকা: গত প্রায় দেড় বছরে খেলা তো দুরে থাক, ছায়াও দেখা যায়নি জাতীয় ফুটবল দলের। ২০১৬ সালের অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের মাটিতে সেই লজ্জার হারের পর আর মাঠে নামার উপলক্ষ্য পায়নি লাল সবুজের জার্সিধারীরা। অবশেষে সাফ ফুটবলকে সামনে রেখে আবারও দৃশ্যমান হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। এরইসঙ্গে জাতীয় দল নিয়ে কাজ করতে যাওয়া প্রধান কোচ অ্যান্ড্রু অর্ডের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসাবে আনুষ্ঠানিক মিশন শুরু করতে যাচ্ছেন অ্যান্ড্রু অর্ড। আগামী ২৭ মার্চ লাওসে অনুষ্ঠিত ‘ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ’ খেলবে বাংলাদেশ। সেই লক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৫ সদস্যের একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)।

জাতীয় ফুটবল দলের কর্মসূচী সম্পর্কে জানাতে মঙ্গলবার বিকালে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, বাফুফে সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু, বাফুফে সদস্য ও টিম ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হেড কোচ অ্যান্ড্রু অর্ড।

এদিকে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৫ জনের মধ্যে ২৬ ফুটবলার আজ ক্যাম্পে যোগ দেবেন। বাকি ৯ জন ২১ ফেব্রুয়ারি থেকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত হবেন। প্রাথমিক তালিকায় ঢাকা আবাহনীর কোন খেলোয়াড়কে রাখা হয়নি। এএফসি কাপের জন্যই মূলত তাদের রাখেনি বলে সূত্রে জানা গেছে। প্রাথমিক তালিকায় চট্টগ্রাম আবাহনীর সর্বোচ্চ সংখ্যক ৯ খেলোয়াড় জায়গা পেয়েছেন।

প্রাথমিক দল: মাহফুজ হাসান প্রীতম, মো. জাহিদ, পাশবন মোল্লা, মামুনুল ইসলাম, ফয়সাল মাহমুদ, তকলিস আহমেদ, বিপলু আহমেদ, মনজুর রহমান মানিক, সাদ্দাম হোসেন এ্যানি, মিতুল হাসান, ইয়াসিন খান, জাবেদ খান, আলী হোসেন, ফজলে রাব্বি, উত্তম কুমার বণিক, বিশ্বনাথ ঘোষ, আনিসুর রহমান জিকু, তপু বর্মণ, জামাল ভুঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, মতিন মিয়া, মো. ইব্রাহিম, মো. স্বাধীন, রহমত মিয়া, রহিম উদ্দিন, আবু সুফিয়ান সুফিল, নুরুল নাইয়ুম ফয়সাল, আশরাফুল ইসলাম রানা, জাহিদ হোসেন, সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, মো. আব্দুল্লাহ, জাফর ইকবাল এবং তৌহিদুল আলম সবুজ।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!