• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফুল দিয়ে রানা প্লাজায় নিহতদের স্মরণ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০১৯, ১২:০৪ পিএম
ফুল দিয়ে রানা প্লাজায় নিহতদের স্মরণ

ঢাকা: সাভারে রানা প্লাজা ধসের ছয় বছর পূর্তি উপলক্ষে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে স্মরণ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যরাও এসেছেন শ্রদ্ধা জানাতে। সে ঘটনায় এক হাজার ১১৬ জন পোশাক শ্রমিক নিহত ছাড়াও আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন অন্তত দুই হাজার জন।

ফুল দেওয়ার পাশাপাশি শ্রমিকরা অবিলম্বে রানা প্লাজা ধসের ঘটনায় অভিযুক্তদের বিচার ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থাসহ নানা দাবি করছেন।

বুধবার (২৪ এপ্রিল) সকালে সাভারের বিভিন্ন শিল্প এলাকা থেকে শ্রমিকরা মিছিল নিয়ে এসে রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে স্মরণ করেন।

এদিকে রানা প্লাজার সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশের পাশাপাশি পুলিশের সাঁজোয়া যান উপস্থিত রয়েছে সেখানে।

ফুল দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত শ্রমিকরা অবিলম্বে রানা প্লাজা ধসের ঘটনায় অভিযুক্তদের বিচার ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থাসহ নানা দাবি করছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!