• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীতে ট্রাফিক সিগন্যাল দেখাতে রাস্তায় ক্ষুদে শিক্ষার্থীরা


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি আগস্ট ২, ২০১৮, ০৬:২৪ পিএম
ফুলবাড়ীতে ট্রাফিক সিগন্যাল দেখাতে রাস্তায় ক্ষুদে শিক্ষার্থীরা

ছবি: সোনালীনিউজ

দিনাজপুর : জেলার ফুলবাড়ীতে নিরাপদ সড়কের আন্দোলনের অংশ হিসেবে ট্রাফিক সিগন্যাল আইন বাস্তবায়নে ট্রাফিক সিগন্যাল দেখাতে রাস্তায় নেমেছেন স্কুল-কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা। তারা জানায়, সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তারা এই ট্রাফিক সিগন্যালের কাজ করছেন।

পৌর শহরের ঢাকা মোড় শাপলা চত্বরে গিয়ে দেখা যায়, সকাল থেকে ট্রাফিক সিগন্যাল দেখাচ্ছেন স্কুল-কলেজের অধ্যায়নরত ক্ষুদে শিক্ষার্থীরা, দিনাজপুর-ঢাকা মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে, ঢাকা মোড় শাপলা চত্বরে ট্রাফিক আইন মেনে চলার জন্য সিগন্যাল দেখাচ্ছেন।

এ সময় ট্রাফিক সিগন্যাল অমান্য করে চলা আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়িকেও ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য  করতে দেখা যায়।

রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সিগন্যাল দেখানো শিক্ষার্থীরা বলেন, সারাদেশে যেভাবে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, তার ৫০ ভাগ সড়ক দুর্ঘটনা ঘটে ট্রাফিক আইন মেনে না চলার কারণে। ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। এই জন্য তারা ট্রাফিক আইন মেনে চলার নিয়ম বাস্তবায়নের দাবিতে এই কাজ করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির পানিতে ভিজে শিক্ষার্থীরা ট্রাফিক সিগন্যাল প্রদর্শন করেন। শিক্ষার্থীদের এই কাজে শহরের যানজটও অনেক কমে যায়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!