• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফুলের বদলে পেঁয়াজের মালা দিয়ে বর-কনে মালা বদল


নিউজ ডেস্ক ডিসেম্বর ১৪, ২০১৯, ০৩:১৩ পিএম
ফুলের বদলে পেঁয়াজের মালা দিয়ে বর-কনে মালা বদল

ঢাকা: কী দিন পড়ল! হু হু করে দাম বাড়ছে পেঁয়াজের। তার জেরে একাকার নিরামিষ-আমিষ। প্রায় সোনার সমতুল্য হওয়ায় পেঁয়াজ নিয়ে মজা করে বিভিন্ন ধরণের কাজ করে ভাইরাল অনেকেই।

জানা গেল, ভারতের উত্তরপ্রদেশের বারনাসীর এক বিয়েবাড়িতে পেঁয়াজ-রসুন দিয়ে গাঁথা মালায় মালাবদল বিয়ে সারলেন বর-কনে। ফুল যে তাতে ছিল না তা নয়। তবে সেসব ছাপিয়ে জ্বলজ্বল করেছে রান্নার এই দুই উপকরণ! এখানেই শেষ নয়। বর-কনেকে ঝুড়ি ঝুড়ি পেঁয়াজ উপহার দিয়েছেন আমন্ত্রিতরা। আগামী দিনে পেঁয়াজের অভাবে মধুর দাম্পত্য যাতে তেতো না হয়ে ওঠে!
 
খবর শুনে সমাজবাদী পার্টির কমল পাটেল বলেন, "গত মাস থেকে আকাশছোঁয়া দাম পেঁয়াজের। সোনার বদলে এখন মানুষ পেঁয়াজ কিনে জমাতে পারলে বেঁচে যায়। ফলে, বিয়েতেও উপহার হিসেবে বা মালায় জায়গা করে নিচ্ছে পেঁয়াজ।"

ওই দলেরই আরেক নেতা সত্যপ্রকাশের দাবি, পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরোধিতা করেই এভাবে প্রতীকী প্রতিবাদ জানালেন দম্পতি। সমাজকে বার্তা দিলেন, যা হচ্ছে ঠিক হচ্ছে না। এভাবে মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া ঠিক নয়।

প্রসঙ্গত, পেঁয়াজের আকাশছোঁয়া দাম নিয়ে এর আগেও বহুবার প্রতিবাদ জানিয়েছে সমাজবাদী পার্টি। যদিও তাতে বারানাসীতে একচুলও কমেনি পেঁয়াজের দাম। এনডিটিভি।

সোনালীনিউজ/ঢাকা/এসএস

Wordbridge School
Link copied!