• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেনীতে বাস উল্টে নিহত ২


ফেনী প্রতিনিধি নভেম্বর ১১, ২০১৮, ১১:৫৫ এএম
ফেনীতে বাস উল্টে নিহত ২

ফেনী: জেলায় যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। রোববার (১১ নভেম্বর) সকালে সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ ছনুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হলেন- নুরুল আমিন (৫৫) ও সিদ্দিকুর রহমান (৪৫)। নুরুল আমিন ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিন কড়ইয়া গ্রামের মুন্সী বাড়ির নুরুল হকের ছেলে।  সিদ্দিকুর রহমান ফেনী সদর উপজেলার হকদি এলাকার শামছুল হকের ছেলে।

হাইওয়ে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান জানান, ফেনী থেকে খাগড়াছড়ি যাচ্ছিল হিলবার্ড নামের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে নুরুল আমিন ও সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। এঘনায় আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ক্ষতিগ্রস্থ বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাহাবুবুর রহমার।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!