• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফের আন্দোলনে উত্তাল বশেমুরবিপ্রবি


বশেমুরবিপ্রবি প্রতিনিধি অক্টোবর ১৩, ২০১৯, ১২:০২ পিএম
ফের আন্দোলনে উত্তাল বশেমুরবিপ্রবি

গোপালগঞ্জ : আবারও আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জানা গেছে, বশেমুরবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের চেয়ারম্যান খন্দকার মাহমুদ পারভেজের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ওই বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বিভাগের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা জানায়, আমরা চেয়ারম্যানের অপসারণ চাই। তিনি চাচার ক্ষমতা দেখিয়ে এতো দিন আমাদের সঙ্গে যে অন্যায় করেছেন তা থেকে আমরা মুক্তি চাই। ক্ষমতার জোরে ইচ্ছে মতো পরীক্ষার নাম্বার কমানো–বাড়ানো আমরা আর চাই না।

শিক্ষার্থীরা আরো জানান, তার শিক্ষাগত যোগ্যতাই নেই, তিনি কীভাবে বিভাগের চেয়ারম্যান হয়ে যান আমাদের বোধগম্য হয় না। ক্লাস নেওয়ার ন্যূনতম যোগ্যতা তার নেই। উইকিপিডিয়া ফলো করে তিনি পড়ান। আমরা তার মতো উইকিপিডিয়া শিক্ষক চাই না। উইকিপিডিয়া আমাদের সকলের মোবাইলে আছে, প্রয়োজনে আমরা নিজেরা সেখান থেকে সব পড়ে নেব তবুও তার অপসারণ চাই।

আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে আন্দোলনকারীদের।

সোনালীনিউজ/এএস

 

Wordbridge School
Link copied!