• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফের দুই বিশ্ববিদ্যালয়কে ২০ লাখ টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২০, ১১:৫৬ এএম
ফের দুই বিশ্ববিদ্যালয়কে ২০ লাখ টাকা জরিমানা

ঢাকা : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিধান অমান্য করায় আরো দুই ইউনিভার্সিটিকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ। বাংলাদেশ বার কাউন্সিলকে এই টাকা দিতে হবে।

এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিধান অমান্য করে প্রতিষ্ঠান দুটি।

ইউনিভার্সিটির পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও আইনজীবী এবিএম আলতাফ হোসেন। আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

এর আগে একই অভিযোগে বেসরকারি সিটি ও সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!