• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানুয়ারি ২৪, ২০১৯, ১১:০৫ এএম
ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রাজশাহী: জেলার গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে জামাল নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ সীমান্তে এ ঘটনা ঘটে। জামাল চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সুলতান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিজিবির এই কর্মকর্তা জানান, বুধবার রাতে জামালসহ কয়েকজন সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় গরু আনতে যান। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল নিহত হন। এসময় তার সঙ্গে থাকা অন্য রাখালরা মরদেহ নিয়ে পালিয়ে আসেন।

এর আগে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক মো. জেনারুল নিহত হয়। নিহত মো.জেনারুল হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউপির তালডাঙ্গী গ্রামের আবদুল তোয়াফের ছেলে।

হরিপুর থানা পুলিশের ওসি আমিরুজ্জামান বলেন, মঙ্গলবার ভোরে জেনারুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার মিনাপুর সীমান্ত দিয়ে ভারতে যায়। এ সময় মালদ্বখণ্ড ক্যাম্পের বিএসএফের সদস্যরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জেনারুল নিহত হন। তবে বাকি গরু ব্যবসায়ীরা পালিয়ে বাংলাদেশে আসেন।

এছাড়া ১৮ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর আলম রাজু (২১) এক বাংলাদেশি নিহত হন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!