• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেসবুকে ভাইরাল এক যুগলের ছবি


সোনালীনিউজ ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২০, ০১:১৬ পিএম
ফেসবুকে ভাইরাল এক যুগলের ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এক যুগলের ছবি। যুগলের নাম নেথমি ও বুড্ডিকা। তারা শ্রীলঙ্কার অধিবাসী বলে জানা গেছে। শ্রীলঙ্কার এই যুগলের ছবি শুধু বাংলাদেশে নয়, ভারতেও ভাইরাল হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই দখল করে নিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্ম।

ছবি দেখে বাংলাদেশি এক তরুণী লিখেছেন, যাক, এটা দেখে শান্তি লাগছে যে অন্য দেশের মানুষদেরও এগুলো দেখে জ্বলে।

জানা গেছে, শনিবার রাতে শ্রীলঙ্কার থিকসানা ফটোগ্রাফি নামের একটি প্রফেশনাল ফটোগ্রাফির ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করা হয়। এরপর ক্রমশ সেগুলো ছড়াতে থাকে। ছড়াতে ওয়েব দুনিয়ার সীমানা পেরিয়ে দেশীয় হোমপেইজ দখল করে নেয়। 

সিংহলিজ ভাষায় একজন প্রফেশনাল ফটোগ্রাফার যুগলের নাম লিখে ছবিগুলো পোস্ট করেন এবং বলেন এ ধরনের ছবি তুলতে চাইলে তার সঙ্গে যেন যোগাযোগ করা হয়। নেট জনতার ছবিগুলো কারণবশত পছন্দ হয়ে যায়, যার কারণে ক্রমশ শেয়ার করতেই থাকে। যার ফলে শ্রীলঙ্কা থেকে দেশীয় সোশ্যাল প্ল্যাটফর্মের হোম পেইজ দখল করতে থাকে। ছবিগুলো ‘পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি’। অর্থাৎ বিবাহ-পরবর্তী ফটোসেশনের ছবি এসব। 

ভারতীয় ও দেশীয় নেটিজেনদের মন্তব্য থেকে বোঝা যায়,অনেকেই অপরিণত বিয়ে মনে করে ছবিগুলো শেয়ার করছেন।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!