• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফোনালাপ ফাঁস নিয়ে ভিপি নূর যা বললেন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০১৯, ০১:০৫ পিএম
ফোনালাপ ফাঁস নিয়ে ভিপি নূর যা বললেন

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর একটি বেসরকারি চ্যানেলে তার কথোপকথনের অডিও ফাঁস সক্রান্ত প্রতিবেদন নিয়ে প্রতিবাদ জানালেন। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে প্রতিবাদ জানান তিনি।  

নূর বলেন, ‘যে চ্যানেল উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমার কথার খণ্ডিত অংশ এভাবে প্রকাশ করে সম্মানহানী করেছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।’
 
অডিও ফাঁস প্রসঙ্গে নূর বলেন, ‘প্রচারিত কথাগুলো শুনলে মনে হবে আমি কোনো টেন্ডারের তদবিরের বিষয়ে কথা বলছি।  কিন্তু হেয় করার জন্য একটা কথোপকথনের আংশিক অংশকে সাজিয়ে গুছিয়ে এমনভাবে প্রকাশ করা হয়েছে যাতে মানুষের মনে বিভ্রান্তি তৈরি করে।’
 
তিনি  আরো বলেন, ‘অডিওটির প্রথম যে বিষয়টি এসেছে ব্যাংক গ্যারান্টি প্রসঙ্গে, ওটি মূলত আমার আন্টির কন্সট্রাকশনের ব্যবসা আছে। সেটির জন্য ব্যাংক গ্যারান্টির কাজ নিয়ে কথা হয়।  কিন্তু সেখান থেকে কিছু কথা কেটে ছেটে প্রকাশ করা হয়েছে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। এটি সম্পূর্ণ আমাদের পারবারিক ব্যবসা সক্রান্ত আলাপ।’ 

তিনি বলেন, ‘এটির মধ্যে ঘুষ দুর্নীতির কোনো ব্যাপার নেই।  আর দ্বিতীয় বিষয় যেটি ছিল একজন লোক আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবে।  আমি ছাত্র সংগঠনের একটা দায়িত্বে রয়েছি আমার ফোন নাম্বার অসংখ্য মানুষের কাছে।  এখন কেউ যদি আমাকে ফাঁসাতে চায় সে বলতেই পারে কিন্তু আমার উত্তর কী সেটা শুনতে হবে।’
 
ভিপি নূর আরও বলেন, ‘এরআগে নানা সময় নানাভাবে আমাকে প্রলোভন দেখানো হয়েছে। চাকরি থেকে শুরু করে গাড়ি-বাড়ি ফ্ল্যাট সব কিছুর প্রলোভন দেখানো হয়েছে। কিন্তু তাতে আপস করিনি। এটা করা হচ্ছে মূলত আমাদের প্রশ্নবিদ্ধ করার জন্য। যেহেতু সরকারের নানা সমস্যার বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি।’

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!