• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফৌজদারহাট তেল ডিপোর আগুন নিয়ন্ত্রণে


চট্টগ্রাম ব্যুরো জানুয়ারি ১৬, ২০১৯, ০৫:০৯ পিএম
ফৌজদারহাট তেল ডিপোর আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম: ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় সীতাকুণ্ডের ফৌজদার হাটের তেল ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুর দুইটার দিকে আব্দুল্লাহর ঘাটা এলাকার এ তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ১২টি ইউনিট তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এ সময় আগুনের প্রবাহ বেশি থাকায় তেলে ডিপো থেকে আগুন ডিপোর পাশের টাটা কোম্পানির গাড়ি শো-রুমে ছড়িয়ে পড়ে। তবে, বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বুধবার বেলা সোয়া দুইটার দিকে ফৌজদারহাটের আবদুল্লাহ ঘাট এলাকায় বিদ্যুৎ অফিসের পাশে ওই ডিপোতে আগুন লাগার খবর পান তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ডিপোটি স্থানীয়ভাবে জয়নালেল কালো তেলের ডিপো নামে পরিচিত।

তিনি আরো জানান, ওই ডিপোটি জাহাজের পরিত্যক্ত তেল সংগ্রহ করে রাখা হতো। এর পাশের একটি গাড়ির ওয়ার্কশপে এ আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আশপাশের কয়েকটি ছাপড়া ঘরও আগুনে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এনায়েত হোসেন জানান, দুপুরের দিকে হঠাৎ জয়নালের কালো তেলের ডিপো থেকে আগুন লাগে। দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন ভেতরে মানুষেরা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!