• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বই পড়ে বরিশালে পুরস্কার পেল দুই হাজার শিক্ষার্থী


বরিশাল ব্যুরো ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৮:২১ পিএম
বই পড়ে বরিশালে পুরস্কার পেল দুই হাজার শিক্ষার্থী

ছবি : সোনালীনিউজ

বরিশাল : ‘শিশু শিক্ষার্থীদের এখন বইপড়ার প্রতি আগ্রহ নেই। তারা ঝুকছে প্রযুক্তির দিকে। ফেসবুকে আকৃষ্ট হয়ে মূল্যবান সময় নষ্ট করছে। তাই শিশুদের বোঝাতে হবে ভবিষ্যতে প্রযুক্তি ব্যবহারের যথেষ্ট সুযোগ আসবে। কিন্তু বইপড়ার সুযোগ আসবে না। বই পড়ে জানতে হবে বিশ্বকে। চিনতে হবে দেশকে। এ ব্যাপারে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে’।

বরিশাল নগরীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শনিবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বইপড়া কর্মসূচির আয়োজন করে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও গ্রামীণ ফোন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী নকি, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, বরিশাল আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন, বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, বিশিষ্ট অভিনেতা খায়রুল আনাম সবুজ ও আল মনসুর বেলাল, গ্রামীণ ফোন বরিশালের এরিয়া ম্যানেজার এস এম ফিরোজ আল মামুন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ এবং ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী সূর্যানী সমাদ্দার।

অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরিতে বরিশাল নগরীর ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ১৬৫ জন শিক্ষার্থীর মধ্যে বই পুরস্কার দেওয়া হয়। এদের মধ্যে ৩০ জনকে সেরা পাঠক এবং সন্তানদের সঠিকভাবে পরিচালিত করায় ২ জন অভিভাব বিশেষ পুরস্কার পেয়েছেন। গত বছর বরিশাল নগরীর ৩৩টি স্কুলের ৪ হাজার ৬০০ শিক্ষার্থী বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করে। কর্মসূচির মূল্যায়ন পর্বে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের শনিবার পুরস্কৃত করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!