• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বই মেলায় শিশুদের জন্য শামীমের ‘নদী ও বটগাছের গল্প’


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০১৯, ০৩:১২ পিএম
বই মেলায় শিশুদের জন্য শামীমের ‘নদী ও বটগাছের গল্প’

ঢাকা: বর্ষার মাঝামাঝি সময়, আকাশ ভেঙে বৃষ্টিরা ঝরঝর করে ঝরছে নদীর বুকে। সেই সঙ্গে বন্ধু বটগাছটির জন্য শোকে হুহু করে ওঠে নদীর বুক। যতো বেশি মনে পড়ছে বট গাছের কথা, ততোই রাগে ফুঁসতে থাকে নদী। না, আর নয়। লোভীর বাংলোকে আর এভাবে দাঁড়িয়ে থাকতে দেয়া যায় না। গোস্সায় ফুঁসে ওঠে নদী। মেঘের সাহায্য চায় সে।

মেঘেরা ভারি বর্ষণে ভরে দেয় নদীকে। দু’কূলে তখন ছলাৎ ছলাৎ ঢেউয়ের শব্দ। সমস্ত শক্তি দিয়ে বাংলোয় আঘাত হানে নদীর ঢেউ। পাড় ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায় বাংলোটি। নদীর রাগ দূর হয়। শান্ত হয় নদী। বন্ধু বট গাছটির জন্য নদীর মনে তবুও অনেক কষ্ট থেকে যায়।
কিন্তু নদীর মন উদার। তাইতো লোভী মানুষদের এখনো তার বুকে নৌকা ভাসাতে দেয়। মাছ ধরতে দেয়। পলি দেয়। চাষিদের ভরে দেয় সবুজ ভালোবাসায়। এমনই বেশ কিছু শিশু কিশোর উপযোগি গল্প দিয়ে সাজানো হয়েছে শিশু সাহিত্যিক শামীম খান যুবরাজের ‘নদী ও বটগাছের গল্প’ বইটি।

দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন মোমিন উদ্দীন খালেদ আর অলংকরণ করেছেন ফারজানা পায়েল। বইটি প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশন। এটি পাওয়া যাবে বই মেলার ৬৬৯-৬৭০ নম্বর স্টলে ও চট্টগ্রামের বইমেলার ৩ নম্বর স্টলে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!