• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বইমেলায় আসছে রুদ্র আমিন এর কাব্যগ্রন্থ “অধরা”


বিনোদন প্রতিনিধি: জানুয়ারি ১৯, ২০২০, ০৩:১৩ পিএম
বইমেলায় আসছে রুদ্র আমিন এর কাব্যগ্রন্থ “অধরা”

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এর প্রথম দিন থেকেই উচ্ছ্বাস প্রকাশনীর স্টলে থাকছে কবি, প্রাবন্ধিক, গল্পকার ও সাংবাদিক রুদ্র আমিন-এর কাব্যগ্রন্থ’ “অধরা”।

কবিতা সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন- জীবন মানেই বাহুল্য বাতাস, তেমনি কবিতা হচ্ছে জীবনের বাহুল্য বাতাস। আমি মনে করি সকল শ্রেণীর পাঠক, লেখকদের কেবল কবিতা’ই আধ্যাত্মিক খোরাক দিতে পারে। কবিতার প্রসব যন্ত্রণা এতোটাই যা একজন মা তার সন্তান জন্ম দেয়ার সময় অনুভব করে তেমনি একজন কবিও তেমনটা অনুভব করে একটি কবিতা প্রসব করে যখন। আমার দৃষ্টিতে লেখালেখির জগতে কবিতা লেখাই সবচেয়ে জটিল ও কঠিন ব্যাপার। সবাই যেমন কবি হতে পারে না তেমনি সবাই কবিতার পাঠকও হতে পারে না।

একজন কবি তখনি সার্থক, যখন কবি’র কোনো একটি কবিতার একটি চরণ নিয়ে ভাবনার সাগরে ডুবে যাবে পাঠক। ভিন্ন ভিন্ন পাঠকের ভিন্ন ভিন্ন অভিব্যক্তি প্রকাশ পাবে। হোক সে সহজ এবং সরল কথা। কবিতা নিয়ে প্রায় ভাবি, বসে থাকি কিন্তু কবিতা লিখতে পারি না।

সেই উপলব্ধি থেকে বলতে পারি। কবি কখনো কবিতা লিখতে পারে না, যতক্ষণ কবিতা একজন কবি-কে লিখতে সাহায্য না করে। কবিতাই কবিকে কবিতা লেখায় আর কবি ততক্ষণে কবি হয়ে উঠে না, যতক্ষণ সে কবিতার প্রেমে না পড়ে। কোনো কবিই কবিতা লিখতে পারেনি, আসলে কবিতাই কবিকে কবিতা লিখতে বাধ্য করে।

“অধরা” কাব্যগ্রন্থ সম্পর্কে প্রকাশক লিখেছেন-বাহারি পদের ভালোবাসার শাব্দিক পসরা সাজানোর কাজ একজন কবিকেই মানায়। তাঁর কবিতা, বোধ, ভাবনা, ভাষা, দর্শন, প্রকাশ নিয়মিত মুগ্ধ করে যাচ্ছে কোন রকম বিচ্যুতিহীন। চমকে দেওয়া ভাষাশিল্প, অরূপ গাঁথুনি আর নিঃসঙ্কোচ প্রকাশে তাঁর কবিতাকে কখনোই মনে হয়না পরের কিছু, কেবলই নিজের। কবিতার প্রতি অবাক ভালোবাসা নিয়ে কবি রুদ্র আমিন এর চতুর্থ কাব্যগ্রন্থ এবং কবি’র পঞ্চম বই প্রকাশ পাচ্ছে এবারের বইমেলায়। রুদ্র আমিন মূলত একজন কবি। মূলত তার কবিতার প্রধান অনুষঙ্গ হচ্ছে প্রেম-ভালোবাসা। ‘অধরা’ নামের মাঝেই আমরা ধারণা করতে পারি যে, তিনি এবারের প্রকাশিত বইটিতে শুধু ভালোবাসাকেই বেঁধে রাখছেন না, যেহেতু এটি একটি সিরিজ কবিতার বই। এই বইয়ে কবি তিনটি অধ্যায়ে ভাগ করেছেন — ১) অধর প্রেম, ২) বিদায়ানুরাগ এবং ৩) পরিণতি।

কাব্যগ্রন্থ পাঠে কবি, লেখক ও চিকিৎসক ডা.জয়প্রকাশ সরকার বলেন— নিজস্ব স্বর প্রতিষ্ঠাই যে কোন ধ্রুব লেখক কিংবা কবির মূল প্রতিপাদ্য বিষয়। সম্প্রতি তরুণ কবি রুদ্র আমিনের অধরা সিরিজের বেশ কয়েকটি লেখা পড়ার সুযোগ পেলাম। বেশ ভালো লাগলো। ছন্দের গতানুগতিক ধারা ভেঙে যেভাবে ক্লাসিকতা প্রয়োগ করেছেন তাতে সত্যিই মুগ্ধ আমি। লেখাগুলোতে যে নব্য ভাবের পরশ পেয়েছি, তা এক কথায় অসামান্য। সত্যিকারের কবিতানুরাগীরা অধরা সিরিজ পড়ে আনন্দ পাবেন নির্দ্বিধায় বলতে পারি। কবির এই গতিময় পথচলা অটুট থাকার কামনায়-

সোনালীনিউজ/এমএস/এসআ

Wordbridge School
Link copied!