• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

’বইয়ের বোঝা নয়, আই প্যাড নিয়েই স্কুলে যাবে শিক্ষার্থীরা’


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০১৯, ০৬:১৬ পিএম
’বইয়ের বোঝা নয়, আই প্যাড নিয়েই স্কুলে যাবে শিক্ষার্থীরা’

ঢাকা : ডিজিটাল বাংলাদেশে ভবিষ্যতে ছাত্র-ছাত্রীরা বইয়ের বোঝা বহন করতে হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে আগামীতে ছাত্র-ছাত্রীদের বইয়ের বোঝা বহন করতে হবে না। একটি আই প্যাড নিয়েই তারা স্কুলে যেতে পারবে।’

শনিবার (৩০ মার্চ) সিলেট শহরের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে সেসিপ-এর আওতায় সিলেট অঞ্চলের ই-লার্নিং মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

‘ই-লার্নিংয়ের মাধ্যমে সারা বিশ্ব হবে ছাত্র-ছাত্রীদের পাঠশালা’মন্তব্য  করে ড. মোমেন বলেন, ‘টেকনোলজির যথাযথ ব্যবহার ও ই-লার্নিং এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উৎকর্ষতা ও পরিপক্কতা অর্জন করবে এবং আমরা গঠন করতে পারব একটি উন্নত জাতি।’

শিক্ষকদের ডিজিটাল টেকনোলজি সম্পর্কে শেখার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘টেকনোলজিই হলো আমাদের প্রধান হাতিয়ার যার মাধ্যমে আমরা আমাদের জনগণকে জনসম্পদে পরিণত করতে পারব। ডিজিটাল টেকনোলজি শিক্ষকদের সতর্কতা ও আন্তরিকতার সাথে শিখতে হবে এবং সে অনুযায়ী ছাত্র-ছাত্রীদের শেখাতে হবে।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক মো: হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: মাহামুদ-উল হক, সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. সামসুন নাহার, ইথিক্র অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!