• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগি লাইনচ্যুত, দিনাজপুরের সঙ্গে তিন জেলার যোগাযোগ বন্ধ


দিনাজপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১৯, ২০২০, ০৬:৪৪ পিএম
বগি লাইনচ্যুত, দিনাজপুরের সঙ্গে তিন জেলার যোগাযোগ বন্ধ

ফাইল ছবি

দিনাজপুর: ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি দিনাজপুরের হিলি স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়েছে। এর ফলে দিনাজপুরের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর উপজেলার ঢেলুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

সন্ধ্যা ৬টার দিকে এসআই আরো বলেন, বগি উদ্ধারের জন্য পার্বতীপুর জংশনে খবর পাঠানো হয়েছিল। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। আশা করা যায়, সাড়ে ৭টার মধ্যে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। ঢেলুপাড়া জায়গাটি হিলি স্টেশন থেকে সাত কিলোমিটার উত্তরে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!