• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বগুড়া প্রতিনিধি সেপ্টেম্বর ১, ২০১৮, ০৭:৪৬ পিএম
বগুড়ায় বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: সোনালীনিউজ

বগুড়া : জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী বগুড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী সমবেত হয়। এ সময় বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, পৌরসভার মেয়র অ্যাড: কে এম মাহবুবার রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী চাঁন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর হেনা, সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজ, বিএনপি নেতা শোকরানা, মাফতুন আহম্মেদ রুবেল, যুবদল নেতা সিপার আল বখতিয়ার, খাদেমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ মেহেদী হাসান হিমু, শাহাবুল আলম পিপলু, কৃষকদল নেতা ফার্মার রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা রিগ্যান প্রমুখ।

অপরদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর শহর বিএনপির সভাপতি বিএইচএম কামরুজ্জামান রাফুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম শফিউজ্জামান খোকন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা।

বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, ধুনট উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফাত জামান পাশা, শেরপুর শহর বিএনপির সা: সম্পাদক শাহ আলম পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিলন, সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, আকতার আলম সেলিম, বিএনপি নেতা আপেল মাহমুদ, যুবদল নেতা শফিকুল ইসলাম আরফান, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুর রহমান ময়দান, নুরুন্নবী রুবেল, ছাত্রদল নেতা স্বপন, মহিলা দল নেত্রী হেলেনা খাতুন, কৃষকদল নেতা আব্দুল হান্নান রোকন, শ্রমিকদল নেতা ইউসফু আব্দুল্লাহ হারুন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। দেশনেত্রীকে জেলে রেখে দেশে কোন নির্বাচন হবে না। এ জন্য কঠোর আন্দোলনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!