• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু আছে বাঙালি জনতার হৃদয়ে : বাদল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৯, ২০১৯, ০৭:১২ এএম
বঙ্গবন্ধু আছে বাঙালি জনতার হৃদয়ে : বাদল

ঢাকা : বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বাঙালি জনতার হৃদয়ে আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর আদর্শে। সেই সাথে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গ্রাম পর্যায়ে প্রচারণা চালাবে জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আকরাম হোসেন বাদল উপরোক্ত কথা বলেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে হোটেল ভোজনে আয়োজিত 'শহীদ শেখ রাসেল এর জন্মদিনে কোটি হৃদয়ে জয় বাংলা' শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কথা দিলে কথা রাখে। জননেত্রী শেখ হাসিনা কথায় নয়, কাজে বিশ্বাসী। কোটি হৃদয়ে জয় বাংলা আত্মপ্রকাশে ডাটাবেইজ করছি আমরা। বঙ্গবন্ধু সম্পর্কে জানাবো, নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠবে।

জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বলেন, উন্নয়নের স্বার্থে বদলা নয়, আমরা বদল চাই। জননেত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে অপশক্তির দল। আল্লাহ আমার নেত্রীকে বারবার রক্ষা করেছেন। কারণ আমরা বদলার রাজনীতি করিনা। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে, বঙ্গবন্ধুর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়তে সফল হয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরতে এবং সকল অপশক্তি রুখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) সৈয়দ সাফায়েতুল ইসলাম, জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উপদেষ্টা ডক্টর আনিসুর রহমান আনিস।

সভায় সঞ্চালনা করেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকলিমা হক আখি চৌধুরী।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!