• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি আগস্ট ২৬, ২০১৮, ০৭:৪৯ পিএম
বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন

ছবি: সোনালীনিউজ

বাগেরহাট : জেলার শরণখোলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, বঙ্গবন্ধু ও তার স্বপরিবারকে হত্যার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জড়িত ছিলেন কিন্তু তিনি ও তার স্ত্রী ক্ষমতায় এসে সেই আত্মস্বীকৃত খুনিদের প্রতিষ্ঠিত করে জাতীয় সংসদের সদস্য ও মন্ত্রী বানিয়ে জাতিকে কলঙ্কিত করেছেন। কিন্তু খুনিদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে চলছে। দেশের জনগণ খুনিদের আশ্রয়দাতাদের আর বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান না।

রোববার (২৬ আগস্ট) বিকেলে রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলার বাংলাবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের বয়াতী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন মোড়েলগঞ্জ পৌর মেয়র অ্যাড. মনিরুল হক তালুকদার। তাঁতী লীগ নেতা তাইজুল ইসলাম মিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা রবিন দত্ত, হারুন অর রশিদ, আব্দুস সোবাহান মুন্সী, বাবুল আকন, কৃষক লীগ নেতা আলমগীর তালুকদার, যুবলীগ নেতা আবুল হোসেন নান্টু, উপজেলা তাঁতী লীগ সভাপতি জিয়াউল তালুকদার, সাধারণ সম্পাদক শাহিন হওলাদার প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!