• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রীর লেখা একযোগে পড়বে প্রাথমিকের শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৯:২৩ এএম
বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রীর লেখা একযোগে পড়বে প্রাথমিকের শিক্ষার্থীরা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী শুরুর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর ওপর একটি লেখা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে পাঠ করবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত পঞ্চম শ্রেণির বৃত্তির ফল প্রকাশ সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর লেখাটি প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছে দেয়া হবে এবং সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে একযোগে পাঠ করানো হবে। বর্তমানে সারাদেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ কোটি ৯ লাখের মতো শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে।

আগামী ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উদযাপন শুরু হচ্ছে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!