• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুর সেই ছয় দফায় বাঙালির মুক্তির কথাই উঠে আসে’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২২, ২০১৬, ১০:৫৫ পিএম
‘বঙ্গবন্ধুর সেই ছয় দফায় বাঙালির মুক্তির কথাই উঠে আসে’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফাকে বাঙালির মেগনাকার্টা হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ঐতিহাসিক ছয় দফা বাঙালি জাতির মুক্তির জন্য মেগনাকার্টা হিসেবে কাজ করেছে। বঙ্গবন্ধুর সেই ছয় দফায় শুধু বাঙালির মুক্তির কথাই উঠে আসে।

সোমবার (২২ আগষ্ট) সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ৪১তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ বুয়েট শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ১৫ আগস্ট ব্যক্তি মুজিবকে নয়, হত্যার চেষ্টা করা হয়েছিল বাঙালির আশা আকাঙ্ক্ষাকে। বাঙালির অগ্রযাত্রাকে রুখে দেয়ার জন্যই এ হত্যাকাণ্ড। আর এ হত্যাকাণ্ডের কারণ হিসেবে বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকালেই পরিষ্কার হয়ে যায়।

সংগঠনের বুয়েট শাখার সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, পিএসসির সদস্য ড. এস এম আনোয়ারা বেগম, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শেখ কবির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছার প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!