• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গমাতা গোল্ডকাপ স্মরণীয় করে রাখতে চায় মেয়েরা


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২০, ২০১৯, ০৮:০৯ পিএম
বঙ্গমাতা গোল্ডকাপ স্মরণীয় করে রাখতে চায় মেয়েরা

ছবি বাফুফে

ঢাকা: ছেলেদের ছাপিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিচ্ছে বাংলাদেশের মেয়েরা। শামসুন্নাহার, মারিয়া, স্বপ্না কিম্বা আখিরা এগিয়ে যাচ্ছে তরতর করে। মেয়েদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে বয়সভিত্তিক নারী আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ২২ এপ্রিল থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল। ছয় জাতির এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে লাল-সবুজ দল। প্রতিপক্ষ সংযুক্ত আরব-আমিরাত। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ কিরগিজস্তান। ‘এ’ গ্রুপে খেলবে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস।  গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে, তারপর ফাইনাল।

প্রথমবারের মতো আয়োজিত এই নারী আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশের মেয়েরা। সেই লক্ষ্যে ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। শনিবার (২০ এপ্রিল) বাফুফে ভবনে তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপের দুটি ম্যাচ। গ্রুপ সেরা হতে চাই। এরপর সেমিফাইনালে জিতে ফাইনালে খেলতে চাই। টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে দেশেই ট্রফি রেখে দিতে চাই আমরা। মেয়েরা ট্যাকটিক্যালি এবং টেকনিক্যালি কতটা উন্নতি করেছে সেটা আপনারা মাঠেই দেখতে পাবেন। আশা করি, মেয়েরা ঘরের মাঠে ভালো ফুটবল উপহার দিতে পারবে।’

সর্বশেষ সাফ নারী ফুটবলে খুব ভাল করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। অবশ্য তার আগে মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের দ্বিতীয় পর্বে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান লাল সবুজ দলের কোচ। তিনি বলেন, ‘মিয়ানমার ও নেপালের অভিজ্ঞতা এই প্রতিযোগিতায় কাজে আসবে। মেয়েরা নিজেদের ভুল-ত্রুটি নিয়ে কাজ করছে। দেশের মাটিতে তারা আমাদের নিরাশ করবে না।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমীও সাফল্য পেতে আশাবাদী, ‘প্রধানমন্ত্রীর মায়ের নামে টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে নিজেদের সেরাটা দেবো আমরা। আমাদের প্রস্তুতি ভালো, আর দলের সবাই ফিট। ভালো ফলের জন্য আমরা সবার দোয়া চাই।’

আর সহ-অধিনায়ক মারিয়া মান্ডা বলেছেন, ‘অনুশীলনে নেপাল-মিয়ানমার সফরের ভুলত্রুটি শোধরানোর চেষ্টা করেছি। বঙ্গমাতা গোল্ডকাপে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।’

সোনালীনিউজ/ঢাকা/ডেজআই

Wordbridge School
Link copied!