• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গোপসাগারে ডুবে গেছে লাইটার জাহাজ, নিখোঁজ ১৩


চট্টগ্রাম প্রতিনিধি সেপ্টেম্বর ১২, ২০১৯, ১২:২৯ পিএম
বঙ্গোপসাগারে ডুবে গেছে লাইটার জাহাজ, নিখোঁজ ১৩

চট্টগ্রাম: বঙ্গোপসারের সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে লাইটার জাহাজ ডুবে ১৩ জন নিখোঁজ রয়েছে। জাহাজ ও নিখোঁজ হওয়া মানুষ উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড ও নৌ বাহিনী। 

এই তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ।

তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ও ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় মোট ১২ নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে বাংলাদেশ নৌবাহিনীর চারটি ও কোস্টগার্ডের একটি জাহাজ। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও।

এর আগে, বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজারসহ দেশের তিন সমুদ্র বন্দর অর্থাৎ চট্টগ্রাম, মোংলা ও পায়রাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কার কথাও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!