• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বনানীতে বহুতল ভবনে আগুন


নিজস্ব প্রতিবেদক জুন ১৮, ২০১৯, ০৪:৩৫ পিএম
বনানীতে বহুতল ভবনে আগুন

ঢাকা: রাজধানীর বনানীতে একটি চারতলা ভবনের আন্ডারগ্রাউন্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে বনানী কবরস্থানের বিপরীতে ২৭ নম্বর রোডের একটি চারতলা ভবনে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, চারতলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে দুপুর ২ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত ভবনের আন্ডারগ্রাউন্ডের বৈদ্যুতিক মিটার থেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনে রাজ ওভারসিজের কার্যালয় রয়েছে। আগুন লাগার পর ভবনের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্ডারগ্রাউন্ডে আগুন ছড়িয়ে পড়ায় কেউ সিঁড়ি বেয়ে নামতে পারছিল না। অফিসের কর্মকর্তারা আটকা পড়েন। ওপর থেকে তাদের বাঁচাও বাঁচাও বলে কান্না করতে শোনা গেছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!