• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বনানীর আহমেদ টাওয়ারে ভয়াবহ আগুন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০২০, ১২:১০ পিএম
বনানীর আহমেদ টাওয়ারে ভয়াবহ আগুন

ফাইল ছবি

ঢাকা : রাজধানীর বনানীর আহমেদ টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফাসার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৪ মিনিটে বনানীর ২৮-৩০ কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারের ১৫তলায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন ভয়াবহ নয়। আমরা কাজ করছি।

এর আগে ২০১৯ সালের ৮ মার্চে তার ঠিক পাশের এফআর টাওয়ারে ভয়াবহ ওই আগুনের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। তবে পুলিশের হিসাবে মৃতের সংখ্যা ২৫। তাদের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে; শ্রীলঙ্কার এক নাগরিকসহ কয়েকজনের মৃত্যু হয়েছে বাঁচার চেষ্টায় লাফিয়ে পড়ে। এ ঘটনায় আরও ৭৬ জন আহত হয়েছেন বা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!