• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত


মেহেরপুর প্রতিনিধি   জুলাই ২৩, ২০১৯, ১০:১০ এএম
‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

মেহেরপুর: মেহেরপুরের সদর উপজেলায় দুই দল মাদক কারবারিদের মধ্যে ‘গোলাগুলিতে’ হামিদুল ইসলাম (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তার নামে সদর থানায় ১২টি মামলা রয়েছে।

সোমবার (২২ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গোভিপুর গ্রামের মাথাভাঙ্গা মোড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামিদুল ইসলাম চিহ্নিত মাদক কারবারি। সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তার নামে সদর থানায় এক ডজন মামলা রয়েছে। ঘটনার পর পুলিশ ওই স্থান থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, সোমবার রাত তিনটার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামে দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি হচ্ছে- এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে তারা মাথাভাঙ্গা মোড়ে গুলিবিদ্ধ হামিদুলের মরদেহ পড়ে আছে দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে সে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!