• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বন্ধ নয়নের রঙ্গ কামনা দেখার ইচ্ছে জাগে


মো. গোলাম মোস্তফা (দুঃখু) নভেম্বর ৪, ২০১৮, ০২:৪৮ পিএম
বন্ধ নয়নের রঙ্গ কামনা দেখার ইচ্ছে জাগে

বিশ্বাস করো কান্না আসে
চোখে জল নেই!
ব্যথা আছে দেখানোর আয়না নেই।

বন্ধ নয়নের রঙ্গ কামনা দেখার ইচ্ছে জাগে!
পাহাড়ের বুকে এত বড় বুক!
কেন নজরে আসে বন্ধ নয়নে।

সবি যদি হয় চাওয়ার জন্য
বিশ্বাস রেখে পাহাড়ের বুকে কি লাভ।
গৃহবিশালতা কি করে আসবে
বন্ধ নয়নের মাঝে।

নয়নের পাতায় মেঘের খেলা জমেছে!
বৃষ্টির রিমঝিম শব্দ নেই।

জল রাশির মাঝে হারিয়ে যাচ্ছে
বন্ধ নয়নের আশা।
                                                                                                                     
এই যে শুনছেন?
ব্যথার নদী বানাবো।
জল দেখা যাবে না!

বন্ধ নয়নের রঙ্গ কামনা
সান করিবে ব্যথার নদীর জলে।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!