• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বরগুনা-১ আসন

বরগুনায় আলোচনায় দেলোয়ার ও শম্ভু


আমতলী (বরগুনা) প্রতিনিধি নভেম্বর ১৪, ২০১৮, ০৬:৫৫ পিএম
বরগুনায় আলোচনায় দেলোয়ার ও শম্ভু

ছবি: সোনালীনিউজ

বরগুনা : একাদশ সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ৫২ জন প্রার্থী । বিপুলসংখ্যক প্রার্থীর কারণে দলের হাইকমান্ডের আলাদা দৃষ্টি এখন বরগুনা-১ আসনের প্রতি। বরগুনা জেলার তিনটি উপজেলা নিয়ে গঠিত  বরগুনা-১ আাসন। চা দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় আড্ডায় চলছে কে পাচ্ছেন নৌকার টিকিট সেই আলোচনা। এই আসনে আলোচনায় রয়েছেন বর্তমান সংসদ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু  ও সাবেক সাংসদ বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।

বুধবার (১৪ নভেম্বর) আমতলী সাপ্তাহিক বাজারের দিন প্রেস ক্লাব রোডের কামালের চায়ের দোকানে বসে হলদিয়া থেকে আসা রহমান মিয়া (৫০) চাওড়া ইউপির লোদা গ্রাম থেকে আসা কামাল হোসেন (৪৫) একে অপরের সঙ্গে আলাপ করছিল কে পাবে নৌকা একজন আরেকজনকে বলেন যত জনেই দলীয় মনোনয়ন কিনুন নৌকা পাবে দেলওয়ার হোসেন না হয় পাবেন শম্ভু দা এই দু’জনের একজনেই নৌকা পাবেন।

এভাবে বরগুনা-১ আসনের আমতলী তালতলী বরগুনা সদরে এ দু’জনকে নিয়ে সর্বত্র আলোচনা চলছে। কে পাচ্ছে নৌকা?

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!