• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরযাত্রীবাহী সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৩


লালমনিরহাট প্রতিনিধি জুন ২, ২০১৮, ০৪:৫২ পিএম
বরযাত্রীবাহী সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৩

লালমনিরহাট : জেলার পাটগ্রাম উপজেলায় বরযাত্রীবাহী সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। শনিবার (২ জুন) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরের বড় ভাবী লাকি বেগমের (২৬) মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩১ মে) রাত ১২টায় উপজেলার কামারেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায়  ঘটনাস্থলেই বরের চাচা লতিফ হোসেন (৩৫) ও আমিনুর রহমানের মেয়ে তানজিনা খাতুনের (২৮) মৃত্যু  হয়। বরের বাবা আমিনুল ইসলাম ঘটনা নিশ্চিত জানান, ভোরে চিকিৎসাধীন অবস্থা লাকি বেগম মৃত্যু হয়েছে।

বর ইকবাল হোসেন বলেন, বিয়ে শেষে বাড়ি ফেরার পথে কামারেরহাট এলাকায় একটি ট্রাক্টর চাপা দিলে আমার বড় বোন ও চাচা ঘটনাস্থলেই মারা যান। আমার ভাবী লাকি বেগমকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু তিনিও শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঘাতক ট্রাক্টারটি আটক করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!