• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে কর ভবনে ভয়াবহ আগুন


বরিশাল প্রতিনিধি সেপ্টেম্বর ১৫, ২০২০, ০৩:৩৫ পিএম
বরিশালে কর ভবনে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

বরিশাল: বরিশালে কর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রসহ প্রায় ১০ লাখ টাকা মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। দোয়ায় অসুস্থ হয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন অতিরিক্ত কর কমিশনার।

ফায়ার সার্ভিস ও কর ভবন কর্তৃপক্ষ জানায়, রাত আনুমানিক ৩টার দিকে নগরীর বান্দরোডে অবস্থিত কর কমিশনারের কার্যালয়ের ৪ তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত। কক্ষটিতে তথ্য ও সেবা কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হত। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে যায় কক্ষে থাকা ৩টি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, ৩টি কম্পিউটার, একটি ফ্রিজ ও একটি ল্যাপটপ সহ গুরুত্বপূর্ন কাগজ পত্র।

আগুন থেকে সৃষ্ট ধোয়ায় অসুস্থ হয়ে পরেন ভবনের ৪ তলার ডরমেটরিতে বসবাসকারী অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরী। তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারনা ফায়ার সার্ভিসের।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!