• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বর্তমান সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে’


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি মার্চ ১৮, ২০১৯, ০৯:৪৪ পিএম
‘বর্তমান সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে’

বাগেরহাট: জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস বলেন, বর্তমান সরকার দক্ষিণাঞ্চলকে ঢেলে সাজাতে রেলপথসহ পদ্মা সেতু নির্মাণ, দক্ষিণাঞ্চলে রেলপথের ব্যাপক সম্প্রসারণের উদ্যোগ ও পায়রা সমুদ্র বন্দর নির্মাণসহ বিভিন্ন মেগা প্রকল্প হাতে নিয়েছে।

সোমবার (১৮ মার্চ) দুপুরে দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে শরণখোলা প্রেসক্লাবে বাগেরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিং এসব কথা বলেন তিনি।

জেলা তথ্য কর্মকর্তা বলেন, বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ও বিমানবন্দর নির্মাণ এখন সময়ের ব্যাপার।

তিনি বলেন, সুন্দরবনে যাতায়াতসহ শরণখোলা ও মোরেলগঞ্জবাসীর দুর্ভোগ লাঘবের জন্য শেখ হাসিনা সরকার বাগেরহাট-শরণখোলা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করেছে।

পাভেল দাস বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন। এ সময় সরকারের এসব উন্নয়ন কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বায়ন জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তৃতায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারা বিলুপ্ত করার দাবি জানিয়ে বলেন, এ আইনটি ইতোমধ্যে কালো আইনে পরিণত হয়েছে। তারা এ আইনটি দ্রুত বাতিল করার দাবি জানান।

এ সময় শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস, সাধারন সম্পাদক মিজানুর রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!