• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বল বিকৃতির অভিযোগে নিষিদ্ধ পুরান


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৩, ২০১৯, ০৬:০৭ পিএম
বল বিকৃতির অভিযোগে নিষিদ্ধ পুরান

ঢাকা : এবার বল বিকৃতির অভিযোগে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান।  

সোমবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বল বিকৃতি করার দায়ে অভিযুক্ত হয়েছেন পুরান। ফলে আইসিসির নিষেধাজ্ঞায় চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

পুরানের বিরুদ্ধে ক্রিস ব্রডের কাছে অভিযোগ করেন ওই ম্যাচের অনফিল্ড আম্পায়ার বিসমিল্লাহ সিনওয়ারি ও আহমেদ দুরানি এবং তৃতীয় আম্পায়ার আহমেদ পাকতিন ও চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সাফি। পুরান তার ওপর আরোপিত শাস্তি মেনে নিয়ে বলেছেন, ‘সোমবার লক্ষ্মৌতে যা হয়েছে তার জন্য আমি আমার সতীর্থ, সমর্থক এবং আফগানিস্তান দলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি স্বীকার করছি, সত্যিই বড় ভুল করে ফেলেছি। আইসিসির শাস্তি আমি মাথা পেতে নিচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এমনটা আর ঘটবে না। আমি এখান থেকে শিখে শক্তভাবে ফিরতে চাই।‘

নিষেধাজ্ঞার ফলে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তারপর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে পারবেন না পুরান। সেইসঙ্গে তার নামের পাশে যোগ হবে পাঁচটি ডিমেরিট পয়েন্ট।

সোনালীনিউজ/আরআইবি/এএস

Wordbridge School
Link copied!