• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বলিউডের মতো অনিশ্চিত জায়গা আর নেই’


বিনোদন ডেস্ক অক্টোবর ২, ২০১৮, ১০:৪৭ এএম
‘বলিউডের মতো অনিশ্চিত জায়গা আর নেই’

অভিনেত্রী কাজল

 


ঢাকা: ‘বলিউডের মতো অনিশ্চিত জায়গা আর নেই’ বলেছেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে শুরু করে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার সফল অভিনেত্রী কাজল। একের পর এক ব্লকবাস্টার দিয়ে বলিউড ক্যুইন হয়ে উঠেছিলেন তিনি। ‘অঞ্জলি’ যেন তাঁর ডাকনাম হয়েই রয়ে গিয়েছে সকলের মনে৷ কখনও স্বপ্নের দুনিয়ার ‘সিমরন’ তো কখনও তিনি টম বয় ‘অঞ্জলি’।

এইভাবে বছর বছর দর্শকদের এন্টারটেইন করে গিয়েছেন কাজল৷ সেই কাজলই কিনা আজ বলছেন, বলিউডের মতো অনিশ্চিত জায়গা আর নেই৷ কখনই তিনি অভিনেত্রী হতে চাননি!

সম্প্রতি তাঁর আসন্ন ছবি ‘হেলিকপ্টার ইলা’র প্রচারে এসে তিনি জানান, “আমি কখনই নায়িকা হওয়ার স্বপ্ন দেখতাম না৷ আমার মনে হয় না বলিউড সঠিক ভাবে সকলকে পারিশ্রমিক দেয়। যেভাবে আমরা পরিশ্রম করি তার প্রতিদানে তেমন কিছুই পাই না।

আমি নিশ্চিত যে আমার মা-কেও অদম্য পরিশ্রম করতে হয়েছে এই জায়গায় পৌঁছাতে গিয়ে৷ যে সময় তিনি সেরা অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তার জন্য তাঁকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে৷ অভিনয় পুরোপুরি একটা অনিশ্চিত পেশা।’

‘হেলিকপ্টার ইলা’র চিত্রনাট্য অনুযায়ী, ছবিতে কাজল একজন জনপ্রিয় গায়িকা হওয়ার স্বপ্ন দেখেন৷ তিনি অভিনয় করেছেন ‘ইলা’র চরিত্রে৷ বহু স্ট্রাগলের পরও কিছুতেই নিজের লক্ষ্যে পৌঁছতে পারে না ইলা৷

অন্যদিকে একজন সিঙ্গেল মাদারও সে৷ ছেলে ভিভানের ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি সেন৷ ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক এবং নিজের জীবনের জটিলতা নিয়ে একেবারে জর্জরিত৷ সব মিলিয়েই মা-ছেলের সম্পর্ক ছাড়াও ছবিতে বিভিন্ন এলিমেন্টস রয়েছে৷

ইলার ওভারপ্রোটেক্টিভনেস কি নষ্ট করে দেবে তাঁর এবং ছেলের সম্পর্ক? ছেলেকে আষ্টেপৃষ্টে বাঁধতে গিয়ে ভিভান বাড়ি ছেলে চলে যায়৷ কীভাবে আবার আগের মতো হয়ে উঠবে মা-ছেলের সম্পর্ক, ট্রেলার দেখে সেই প্রশ্ন জেগে উঠেছিল দর্শকদের মনে৷

ছবিতে নেহা ধুপিয়াকেও দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে৷ ছবিটির বিষয় ঘোষণা করার সময় জানানো হয়েছিল এটি একটি গুজরাতি নাটক হিন্দি রিমেক৷ নাটকটির নাম ‘বেটা কাগড়ো’৷ এখন দেখার বিষয় হেলিকপ্টার ইলা-তে ভর করে বক্স-অফিসে কতটা ঝড় তুলতে পারেন কাজল!

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!