• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বলের আঘাতে মারা গেলেন আম্পায়ার


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৬, ২০১৯, ১০:৩৪ এএম
বলের আঘাতে মারা গেলেন আম্পায়ার

ঢাকা: বলের আঘাতে মৃত্যু কম দেখেনি ক্রিকেট। ফিলিপ হিউজের স্মৃতি এখনও সবার মনে টাটকা। ঢাকায় আবাহনীর হয়ে খেলতে এসে বলের আঘাতে মারা গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার রমন লাম্বা। এবার বলের আঘাতে মারা গেলেন আম্পায়ার। এক মাস হাসপাতালে লড়াই করে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

১৩ জুলাই অপেশাদার এক ক্রিকেট ম্যাচ পরিচালনা করছিলেন জন উইলিয়ামস। সব কিছু ঠিকঠাক ভাবেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সব গড়বড় হয়ে যায়। বল এসে লাগে ৮০ বছরের এ আম্পায়ারের মাথায়।

পেমব্রোকশায়ারের হানডেল্টনের উইলিয়ামসকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় কার্ডিফের ইউনিভার্সিটি হসপিটাল অব ওয়েলসে। সেখানে কৃত্রিমভাবে তাকে পাঠানো হয় কোমায়।

১ আগস্ট তাকে স্থানান্তর করা হয় হাভারফোর্ডওয়েস্টের উইথিবুশ হাসপাতালে। এর দুই সপ্তাহ পর উইলিয়ামস মারা যান। হানডেল্টন ক্রিকেট ক্লাবের সেক্রেটারি উইলিয়ামস পেমব্রোকশায়ার কাউন্টির দ্বিতীয় বিভাগে পেমব্রোক ও নারবেথের মধ্যকার ম্যাচে আম্পায়ারিং করছিলেন। সেই ম্যাচের মাঝেই হঠাৎ বল এসে আঘাত করে তার মাথায়। আর এটাই তাঁর জন্য কাল হলো।

সোনালীনিউজ/আরআইবি

 

Wordbridge School
Link copied!