• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা


বশেমুরবিপ্রবি প্রতিনিধি অক্টোবর ১৯, ২০২০, ০২:৪৬ পিএম
বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা

ফাইল ছবি

বশেমুরবিপ্রবি : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বশেমুরবিপ্রবিতে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের মুজিব শতবর্ষের পুস্তক প্রকাশনা কমিটি। 

মুজিব শতবর্ষের পুস্তক প্রকাশনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রচনা প্রতিযোগিতার বিষয় রাখা হয়েছে “বঙ্গবন্ধুর বিজ্ঞান ও প্রযুক্তি ভাবনা।”

লেখা জমা দিতে হবে আগামী ১৯ নভেম্বরের মধ্যে। প্রথম তিন বিজয়ী শিক্ষার্থীকে পুরষ্কৃত করার পাশাপাশি নির্বাচিত লেখকদের লেখা মুজিব শতবর্ষ সংকলনে প্রকাশিত হবে। ২০০০ শব্দের মধ্যে লিখতে হবে রচনা এবং অবশ্যই লেখাটি মৌলিক হতে হবে। যেকোনো তথ্য ব্যবহারের ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!